ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিএইচবিএফসির ‘ঋণ সেবা মাস এর উদ্বোধন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০২-১৫ ২১:২০:১৫

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশে (বিএইচবিএফসি) সাশ্রয়ী, পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন নির্মাণে সচেতনতা বৃদ্ধি ও ঋণসেবা মাস (১৪ ফেব্রুয়ারি-১৪ মার্চ) গ্রাহক পরিচিতি কার্ড বিতরণ কর্মসূচি এবং জেনারেল অ্যাকাউন্টিং সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানের বোর্ড রুমে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) অরুন কুমার চৌধুরীর সভাপতিত্বে বিএইচবিএফসির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একযোগে সব কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি।

এছাড়া অনুষ্ঠানটিতে সরাসরি অংশগ্রহণ করেন সদর দফতরের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়াও অন্যান্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন। সঞ্চালক হিসেবে সভাটি পরিচালনা করেন সহকারী মহাব্যবস্থাপক নজরুল ইসলাম ও সিনিয়র অফিসার ফাইজা নোশিন। -বিজ্ঞপ্তি

আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হলে আমানতকারীরা সর্ব্বোচ্চ ২ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন
বিএইচবিএফসির শহীদ দিবস পালন
ঋণের দুই শতাংশ পরিশোধে খেলাপি মুক্তি