ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ব্যাংক এশিয়ার উদ্যোগে এজেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০২-০৭ ১০:১৩:৩২

ব্যাংক এশিয়ার উদ্যোগে দিনব্যাপী “এজেন্ট ব্যাংকিং কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি দেশব্যাপী ডিজিটাল ডাকঘর উদ্যোক্তাদের জন্য আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এবং সভাপতি ছিলেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী। 

ডাক অধিদপ্তরের পরিচালক জনাব এ.এস.এম. নাসিমুল ইসলাম, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ঢাকা উত্তর) মাসুদ খান, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ঢাকা জিপিও) খন্দকার শাহনুর সাব্বির এবং ব্যাংক এশিয়ার এসভিপি কাজী মোরতুজা আলীসহ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সারাদেশ থেকে প্রায় ১,০০০ উদ্যোক্তা অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালায় সভায় অংশগ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার