ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
ঢাবি বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউটকে সোনালী ব্যাংকের ৫০ লাখ টাকা অনুদান
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০২-০৪ ২২:৫১:৫৩

মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির সার্বিক উন্নয়নে সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে। বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার রুমে এক অনুষ্ঠানে এ অনুদান দেওয়া হয়।

ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান অনুদানের চেকটি হস্তান্তর করেন। অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ, বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম, ঢাবি সিনেট সদস্য এসএম বাহালুল মজনুন এবং সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান বক্তব্য দেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, সিনেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোনালী ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুদানের জন্য সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপাচার্য আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর জীবন, আদর্শ, সংগ্রাম, ত্যাগ, দেশপ্রেম, নেতৃত্বসহ সব বিষয়ে আন্তর্জাতিকমানের গবেষণার জন্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষা ও গবেষণার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী মানবসম্পদ তৈরির ক্ষেত্রে ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর