স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৩৮তম সভা গত রবিবার অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, জাহেদুল হক, ফিরোজুর রহমান, মনজুর আলম, এসএএম হোসাইন, শামসুল আলম, আবদুল আজিজ, ফেরদৌস আলী খান, ইউসুফ চৌধুরী, কাজী খুররম আহমেদ, আবুল হোসেন, নাজমুল হক চৌধুরী এবং নাজমুস সালেহীন অংশগ্রহণ করেন।
ভায় আরো অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি আলী রেজা।