ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
করোনায় আক্রান্ত হয়েছেন খোন্দকার ইব্রাহিম খালেদ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-৩১ ১০:৫১:৪৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহিম খালেদ। দেশের প্রবীণ ওই খ্যাতিমান ব্যাংকার এখন রাজধানীর বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। ইব্রাহিম খালেদের ছেলে সাঈদ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, বাবা স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। পরিস্থিতি ভালোর দিকে যাবে বলে আমরা আশা করছি। বাবার করোনা পজিটিভ হওয়ার পরীক্ষা নিরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ে। বয়সের কারণে নিউমোনিয়া জটিল আকার ধারণ করতে পারে। তার শারীরিক অবস্থার খুব উন্নতি হচ্ছে না।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর