ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
অর্থ আত্মসাৎ : সাবেক ৩ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-২৮ ০৯:৫৭:৪৪

অর্থ আত্মসাতের অভিযোগে খুলনার ফুলতলার কৃষি ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার খুলনা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ ফয়সাল কাদের এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন ফুলতলা উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ আজিজুর রহমান ও কেএম জাকারিয়া এবং সাবেক পরিদর্শক সৈয়দ হাসমত আলী।

দুদক সূত্র জানায়, ২০০৯ থেকে ২০১৪ সালে ব্যাংকের ওই শাখায় গ্রাহকদের ৮৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা প্রতারণার মাধ্যমে জালিয়াতি করা হয়। পরস্পর যোগসাজশে ৬২টি ভুয়া ঋণগ্রহীতার হিসাবের মাধ্যমে ঋণ দিয়ে এ জালিয়াতি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ ফয়সাল কাদের জানান, দীর্ঘদিন তদন্ত করার পর তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়। তবে বর্তমানে আসামিদের সবাই পলাতক আছেন।

সূত্র : ইউএনবি

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর