এনআরবি ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তিনি এই পদে পুনর্নির্বাচিত হন। তিনি প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাজ্যের নাগরিক। পাশাপাশি তিনি লন্ডনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি লন্ডনের বার কাউন্সিলের দ্বিভাষিক শিক্ষকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইমতিয়াজ আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সিলেট জেলা বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশোনা সম্পন্ন করেন।