ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
করপোরেট সুশাসনে সেরা ব্র্যাক ব্যাংক : আইসিএসবি
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-২৫ ১২:০৫:১৮

গত শনিবার ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এ ছাড়াও জুরি বোর্ডের চেয়ারম্যান ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।

পুরস্কার গ্রহণ করে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন ‘সুশাসন, নিয়মানুবর্তিতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক মডেলের মূল ভিত্তি। এই মানগুলোতে টানা দ্বিতীয় বছর আইসিএসবির এই স্বীকৃতি আমাদের জন্য দেশের সেরা ব্যাংক হওয়ার পথে একটি মাইলফলক। আমরা আমাদের সব স্টেকহোল্ডারদের তাদের দিকনির্দেশনা, উৎসাহ এবং ব্যাংকের ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাই। এই পুরস্কার অর্জনে আমাদের ব্যাংকের প্রতিটি কর্মীর অবদান রয়েছে।’

প্রতি বছরের মতো আইসিএসবি এ বছরও করপোরেট গভর্র্ন্যান্স সংক্রান্ত মানদণ্ডের আলোকে স্থানীয়ভাবে তালিকাভুক্ত মোট ৩৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে।

প্রতি বছরই আইসিএসবি তালিকাবদ্ধ সংস্থাগুলোর কাছ থেকে আবেদন করার আহ্বান জানায়। ১৩টি বিভিন্ন সেক্টরের ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান এবারের আয়োজনে অংশ নেয় এবং করপোরেট সুশাসনের মান সম্পর্কিত সমর্থনকারী তথ্য সহকারে তাদের ২০১৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জমা দেয়।

গত বছর আইসিএসবি জাতীয় পুরস্কারের ষষ্ঠ সংস্করণে করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্সের জন্য সিলভার অ্যাওয়ার্ড পেয়েছিল ব্র্যাক ব্যাংক। বিজ্ঞপ্তি।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার