কানাডায় উচ্চতর পড়াশোনা করা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং টিউশন ফি পাঠানোর জন্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও টরন্টো স্কুল অব ম্যানেজমেন্টের (টিএসওএম) মধ্যে সম্প্রতি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
টিএসওএম’র বাংলাদেশ অফিসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সুজন দাস এবং প্রিমিয়ার ব্যাংকের এসইভিপি-এজেন্ট ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামিম মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম। কানাডা থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগের পরিচালক ব্রায়ান ভ্যাথিলিংম ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ অতিথি হিসাবে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। বিজ্ঞপ্তি