ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
বিডিবিএলের ম্যানেজারস বিজনেস কনফারেন্স-২০২১ অনুষ্ঠিত
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-২৪ ০১:১৪:৫৯

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ম্যানেজারস বিজনেস কনফারেন্স ২০২১, গতকাল ব্যাংকের হেড অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও কাজী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক মো. আবু হানিফ খান, সুভাষ চন্দ্র সরকার ও মো. আবু ইউসুফ। সভায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. কামাল হোসেন গাজী ও মো. রিফাত হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর