উচ্চ আদালতের নির্দেশে ফ্রিজ থাকা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খোলা ও লেনদেনের সুযোগ দেওয়ায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ডিএমডি আলতাফ হোসেন ভূঁইয়াকে সাসপেন্ড করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
মঙ্গলবার সাময়িক বরখাস্তের এ আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) অবহিত করা হয়। গত বছরের ২৮ জানুয়ারি পিপলস লিজিংয়ের সাবেক ৪৬ পরিচালক ও ১৭ কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দেন উচ্চ আদালত। তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরেও নিষেধাজ্ঞা দেন আদালত। উচ্চ আদালতের দুই দফা নির্দেশনা ওই সময়ই সব ব্যাংকে পাঠিয়েছিল বিএফআইইউ।
বিএফআইইউর গত ১৪ ডিসেম্বরের এক তদন্তে উঠে এসেছে, আদালতের নির্দেশ অমান্য করে গত বছরের ২৭ জানুয়ারি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের বনানী শাখায় ফ্রিজ থাকা প্রতিষ্ঠানের একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট খোলা হয়। বনানী শাখার তৎকালীন ব্যবস্থাপক ও ব্যাংকের ডিএমডি আলতাফ হোসেন ভূঁইয়া এ হিসাব খোলা ও পরিচালনার সুযোগ করে দেন।