ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
পাবিপ্রবিতে কর্মরতরা জনতা ব্যাংকের গৃহঋণ পাবেন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-১৯ ২০:৫৮:৫২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জনতা ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার মধ্যে ১০০ কোটি টাকার কর্পোরেট গৃহঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ঋণ প্রদানের জন্য এই গৃহঋণ চুক্তিটি হয় বিশ্ববিদ্যালয়ে।

চুক্তি স্বাক্ষরের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল হামিদ ও নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম ও অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শাহান শাহ এবং ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বকুল।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার