ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পূবালী ব্যাংক পেল বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-১৮ ১১:০৩:৩১

ডেইলি ইন্ডাস্ট্রি বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড-২০২০ পেল পূবালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ব্যাংকিং নীতি শীর্ষক আলোচনা সভা ও ডেইলি ইন্ডাস্ট্রি বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড-২০২০ অনুষ্ঠান হয়।

ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি ইন্ডাস্ট্রি’র আয়োজিত এ অনুষ্ঠানে পূবালী ব্যাংককে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোহাম্মদ আলীর হাতে পুস্কারটি তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ পিপিপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ এবং বিশিষ্ট ব্যাংকার ও পূবালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ড. এনায়েত করিম।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার