ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
অবশেষে রাবিতে নতুন ব্যাংকের শাখা, ভোগান্তি কমার আশা
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-১৮ ১০:১৪:২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান ফিতা কেটে ব্যাংকটির বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম উদ্বোধন করেন। এতে ভোগান্তি কমবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পাশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম খান এবং সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান বলেন, শিক্ষক সমিতির দীর্ঘদিনের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ে নতুন একটি ব্যাংকের শাখা উদ্বোধন হলো। আশা করি এতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ভোগান্তির নিরসন হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে নতুন ব্যাংকের শাখা খোলার চেষ্টা করছিলেন শিক্ষকরা। সেই প্রচেষ্টায় পূর্ণতা এনেছে এবারকার শিক্ষক সমিতি।

এদিকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানটিতে যুক্ত ছিলেন- সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান। ব্যাংকটির রাজশাহী জেনারেল ম্যানেজার’স অফিসের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মীর হাসান মোহাম্মদ জাহিদ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, ২০ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোনালী ব্যাংককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা স্থাপনের সম্মতি দেয়। পরে ১১ জানুয়ারি ব্যাংকটিকে বিশ্ববিদ্যালয়ে শাখা স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার