ঢাকা মঙ্গলবার, মে ৬, ২০২৫
সোনালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা উন্নয়ন সভা
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-১৭ ২৩:০৫:০৭

সোনালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগের সব শাখাকে লাভজনক শাখায় রূপান্তরিত করতে ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের নিরলসভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন ব্যাংকের সিইও মো. আতাউর রহমান প্রধান। তিনি সম্প্রতি কক্সবাজারে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা ও শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সোনালী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. জাহিদুল হক, চিফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস, প্রধান কার্যালয়ের ডিজিএম মো. আরশাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর