ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শেয়ারবাজারের উন্নয়নে কাজ করবে লন্ডন স্টক এক্সচেঞ্জ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-১৭ ২০:০৭:৩৮

বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে লন্ডন স্টক এক্সচেঞ্জ কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

রোববার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এসে তিনি এ কথা জানান।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, রোববার বিকেলে কমিশনের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাংলাদেশের শেয়ারবাজারকে কীভাবে এগিয়ে নেয়া যায়, তা নিয়ে আলোচনা হয়।

এর ধারাবাহিকতায় শিগগিরই বাংলাদেশ শেয়ারবাজারের রেগুলেটরদের সঙ্গে মতবিনিময় করবে লন্ডন স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ
প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন পেল রূপালী ব্যাংক
হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করবে আইসিবি