ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
বঙ্গবন্ধুর সমাধিতে আইবিবিএল’র নতুন ম্যানেজিং ডাইরেক্টরের শ্রদ্ধা
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-১৬ ১০:৩০:৪৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের সদ্য বিদায়ী ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও মো. মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস সালাম, মো. মিজানুর রহমান ভুঁইয়া ও মিফতাহ উদ্দীন এবং ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম।

পরে তারা সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার আরডিএস কর্মকর্তাদের কর্মশালা
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন
ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জেতার সুযোগ