ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
৪১ ও ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ ও ২৬ ফেব্রুয়ারি
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-১৩ ১২:৩৯:৪৩

৪১ ও ৪২তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। ৪১তম বিসিএস পরীক্ষা আগামী ১৯ মার্চ এবং ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিপিএসসির এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৪২তম বিশেষ বিসিএস পরীক্ষা কেবল ঢাকায় বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর, ৪১তম বিসিএস পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

৪১তম বিসিএস পরীক্ষা নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশাবলী সম্পর্কিত তথ্য বিপিএসসি ওয়েবসাইটে পাওয়া যাবে।

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে মন্ত্রিসভার অনুমোদন
ইসি গঠনে বিল পাস
কাল থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল নিয়ে চলবে অফিস