মার্কেন্টাইল ব্যাংকে রিপোটিং গাইডলাইন্স অব সিডিউল ব্যাংক স্টাটাটিসটিকস (এসবিএস-২ এবং ৩)’ রিপোটিং শেীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন। উদ্বোধনী বক্তব্যে তিনি এসবিএস-২ এবং ৩ রিপোর্টিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের মাধ্যমে নির্ভুল প্রতিবেদন পাঠানোর জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিখ। বুধবার (১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।