ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিএসইসিকে সাউথ বাংলা ব্যাংকের নিষেধাজ্ঞা দেয়ার অনুরোধ দুদকের
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-১২ ২০:১১:৫৬

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসিবি) চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন, তার স্ত্রী বেগম সুফিয়া আমজাদ ও মেয়ে তাজরি শেয়ার বিক্রির চেষ্টা করছেন গোপনে। তবে তাদের নামে থাকা শেয়ার বিক্রি ও হস্তান্তরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) নিষেধাজ্ঞা জারির অনুরোধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৫ জানুয়ারি মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল-ইসলামের কাছে পাঠানো দুদক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ করা হয়।

তদন্ত কর্মকর্তা ওই চিঠিতে বলেন, আমজাদ হোসেনের বিরুদ্ধে ঋণ জালিয়াতি, অন্যান্য ব্যাংকের অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধানকালে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে তিনি বিশেষ প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি চেয়ে কমিশনে আবেদন করেছিলেন। এরপর কমিশন একবার বিদেশে যাওয়ার অনুমতি দেয়। অনুমতি পেয়ে তিনি বিদেশ গমন করে আজ পর্যন্ত দেশে ফিরে আসেননি।

চিঠিতে আরও বলা হয়, গোপন সূত্রে দুদক জানতে পেরেছে আমজাদ হোসেন, তার স্ত্রী, মেয়ে বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের নামে থাকা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসিবি) শেয়ারসহ অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করার চেষ্টা করছেন।

চিঠির বিষয়ে জানতে শেয়ার বিজের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘প্রায় এক মাস হলো দেশে এসেছি। তবে দুদকের দেয়া এ চিঠির ব্যাপারে কিছু জানা নেই। চিঠি না পেলে এ বিষয়ে কোনো মন্তব্যও করব না।’

দেশে ফেরার পর আমজাদ হোসেনকে দুদকে রিপোর্ট করার কথা বলা হয়েছিল। সেই বিষয়ে দুদককে জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করেছি।’ যদিও দুদক বলছে, তিনি দেশে ফিরেছেন এটা তাদের জানা নেই।

আমজাদ হোসেনের দেশে ফেরা সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারকে জিজ্ঞেস করলে তিনি শেয়ার বিজকে বলেন, আমজাদ হোসেন দেশে ফিরেছেন বলে তিনি জানেন না। এ বিষয়ে তদন্ত চলমান বলে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে দুদকের চিঠি সম্পর্কে জানতে চাইলে বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত বলেন, ‘দুদক যদি কোনো কাজ করতে বলে তবে অবশ্যই সেই কাজ করার চেষ্টা করবে বিএসইসি। সরকারি এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে এটাই স্বাভাবিক। যদি কোথাও কোনো শেয়ার থেকে থাকে তবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিএসইসি।’

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার