ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
রূপালী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-১১ ১১:৫৩:৪৮

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ইচাইল গ্রামে রূপালী ব্যাংকের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইচাইল খন্দকার বাড়ি জামে মসজিদ ও ঈদগাহ মাঠ থেকে ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রূপালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খন্দকার মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক মো. মজিবুর রহমান, বাংলাদেশ পুলিশ (সিআইডি) নেত্রকোনা জেলার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার খন্দকার ছাইদ আহাম্মদ, রূপালী ব্যাংক লিমিটেডের ত্রিশাল শাখার ব্যবস্থাপক মো. শওকত আলী, ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার ছালেহ আহমদ জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর