ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
এনআরবি ব্যাংকের অ্যাপে নতুন সেবা
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-১১ ১০:৫১:১৭

এনআরবি ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘এনআরবি ক্লিক’-এর মাধ্যমে বাংলা কিউআর কোড পেমেন্ট সার্ভিসের উদ্বোধন হয়েছে। এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মাদ মাহতাবুর রহমান ও এসএসএল ওয়ারলেসের গ্রুপ অ্যাডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী গত রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে এই সেবার উদ্বোধন করেন।

এনআরবি ব্যাংক বাংলাদেশে একমাত্র হিসেবে এই সেবা চালু করলো। এনআরবি ক্লিক-এর মাধ্যমে বাংলা কিউআর কোড ব্যবহার করে ব্যাংকের গ্রাহকরা সরাসরি তাদের অ্যাকাউন্ট এবং ক্রেডিট ও ডেবিট কার্ড থেকে সরাসরি বিল প্রদান করতে পারবেন।

এসএসএল ওয়্যারলেস এই পেমেন্ট সিস্টেমের ব্যবসা ও প্রযুক্তি অংশীদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাতেইয়ামা কবির, স্বতন্ত্র পরিচালক আব্দুল জলিল চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মামুন মাহমুদ শাহ এ সময় উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার