ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
অগ্রণী ব্যাংকে প্রশিক্ষণ ওয়েবিনার অনুষ্ঠিত | শেয়ার বিজ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-০৭ ২৩:২৫:৪৭

সবার জন্য ঘর বাস্তবায়নের লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক সম্প্রতি সরকারি কর্মীদের জন্য ঋণ বিষয়ে একটি এক দিনের প্রশিক্ষণ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে সরকারের দুজন অতিরিক্ত সচিব যথাক্রমে মো. এখলাসুর রহমান প্রধান অতিথি ও বিশ্বজিত ভট্টাচার্য খোকন বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিছুর রহমান, মো. রফিকুল ইসলাম ও মো. ওয়ালি উল্লাহসহ অগ্রণী ব্যাংকের ১১টি সার্কেলের মহাব্যবস্থাপক, সব অঞ্চল প্রধান, করপোরেট শাখা প্রধান ও প্রত্যেক শাখা ব্যবস্থাপকসহ দুই হাজার ২৫৬ জন নির্বাহী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর