বেসরকারি খাতের গ্লোবাল ইসলামী ব্যাংকের সেবা ৫ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নের জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির সেবা বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সিস্টেমের নতুন সংস্করণ স্থাপনের তথ্য স্থানান্তরের জন্য এই সময়ে ব্যাংকটিকে কার্যক্রম বন্ধ রাখার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির কোর ব্যাংকিং সিস্টেমের উন্নত সংস্করণ সংস্থাপনের কারণে ডাটা মাইগ্রেশনের কাজ সম্পাদনের উদ্দেশ্যে চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে ওই ব্যাংকের আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।