ঢাকা শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০৫-২১ ২০:০৬:২১

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ।

প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

নতুন এজেন্ট আউটলেটগুলো হচ্ছে নোয়াখালীর মগুয়া বাজার, নবগ্রাম বাজার ও সমিতির বাজার, ব্রাহ্মণবাড়িয়ার মনকাশাইর বাজার, কিশোরগঞ্জের পাড়াতলী বাজার ও নারায়নপুর বাজার, রংপুরের খলিলগঞ্জ বাজার, ফরিদপুরের চরভদ্রাসন বাজার, ফেনীর আফতাব বিবির হাট ও হাজারী পুকুর, খুলনার গড়ইখালী বাজার ও খর্ণিয়া বাজার, কুমিল্লার দক্ষিণ বালুয়া চৌমুহনী, চাঁদপুরের আফাজউদ্দিন মোল্লার বাজার ও পালের বাজারে।

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
সোশ্যাল ইসলামী ব্যাংকের দুই নতুন উপশাখা উদ্বোধন
প্রিমিয়ার ব্যাংকের পাঁচ নতুন এজেন্ট আউটলেট শুভ উদ্বোধন