নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার (১০ মার্চ) এ উপলক্ষে রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় তারকা তাহসান খান।
এ সময় ব্যাংকের পরিচালক, উপদেষ্টা, উপব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান কার্যালয়ের পাশাপাশি নানা আয়োজনের মধ্য দিয়ে সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ীদের নিয়ে ব্যাংকের শাখাগুলোতেও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।