ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বর্ষপূর্তি উদযাপন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০৩-১৩ ১০:২৭:২০

নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (১০ মার্চ) এ উপলক্ষে রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় তারকা তাহসান খান।

এ সময় ব্যাংকের পরিচালক, উপদেষ্টা, উপব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান কার্যালয়ের পাশাপাশি নানা আয়োজনের মধ্য দিয়ে সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ীদের নিয়ে ব্যাংকের শাখাগুলোতেও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর