ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
সোশ্যাল ইসলামী ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০২-১৩ ১০:০৮:৫৪

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর বিজনেস পর্যালোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং ব্যাংকের শাখাগুলোর ব্যবস্থাপকরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা এবং লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার আরডিএস কর্মকর্তাদের কর্মশালা
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন
ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জেতার সুযোগ