ঢাকা সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এমডি হিসেবে পুনর্নিয়োগ পেলেন মো. আব্দুল জব্বার
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০২-০৭ ০৯:৩৩:২১

আভিভা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি পুনর্নিয়োগ পেয়েছেন মো. আব্দুল জব্বার। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে দীর্ঘ ৩৬ বছর কর্মরত ছিলেন এবং ডিএমডি রিটেইল ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আব্দুল জব্বার ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদান করেন। সুদীর্ঘ পেশাজীবনে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ব্যবস্থাপক হিসেবে আমিনবাজার, ফার্মগেট, গুলশান ও রাজশাহী শাখার দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রধান হিসেবে ইসলামী ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা, ক্রেডিট অ্যাডমিন, রিচার্জ ও ডেভেলপমেন্ট বিভাগ ও ফরেন রেমিট্যান্স সার্ভিসেস বিভাগে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আব্দুল জব্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। —বিজ্ঞপ্তি

আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ bankbimabd এ লাইক দিন

আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হলে আমানতকারীরা সর্ব্বোচ্চ ২ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন
বিএইচবিএফসির শহীদ দিবস পালন
ঋণের দুই শতাংশ পরিশোধে খেলাপি মুক্তি