রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের চারটি উপশাখা উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উপশাখা চারটির উদ্বোধন করেন।
সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ঢাকার উত্তরখান, কুমিল্লার ভূশ্চি বাজার, বরিশালের পয়সারহাট এবং গাইবান্ধা সদরে এ উপশাখাগুলো চালু করা হয়।এ নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির মোট উপশাখার সংখ্যা দাঁড়ালো ১৭টি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মো. রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন এবং ড. মো. আবদুল খালেক খান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মো. আ. রহিম, আবু মো. মোফাজ্জেল, কোম্পানি সচিব মো. হাসান ইমাম, নিয়ন্ত্রণকারী শাখার ব্যবস্থাপকগণ, উপশাখাগুলোর ব্যবস্থাপকগণসহ স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন।
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ bankbimabd এ লাইক দিন