বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে আগামী ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ও জাপান মিন্টের যৌথ উদ্যোগে একটি ৫০ টাকা মূল্যমান স্মারক রৌপ্য মুদ্রা চালু করা হচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এটি চালু করা হবে। এরপর থেকে স্মারক রৌপ্য মুদ্রাটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর থেকে কেনা যাবে। একই সঙ্গে জাপানে মুদ্রাটি বিক্রি করবে জাপান মিন্ট। গতকাল বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০ টাকা অভিহিত মূল্যের ৩৫ মিলিমিটার ব্যাসবিশিষ্ট, গোলাকার ও দশমিক ৯২৫ ফাইন সিলভার দিয়ে নির্মিত স্মারক রৌপ্য মুদ্রাটির ওজন ২০ গ্রাম। মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৫ হাজার টাকা।