ঢাকা বুধবার, মে ৭, ২০২৫
পতাকা অবমাননার দায়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপককে প্রত্যাহার
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২০-১২-১৭ ০৯:৩৭:০০

বিজয় দিবস উপলক্ষে যশোরের মণিরামপুর সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় ঝাড়ুর স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ উঠায় শাখা ব্যবস্থাপক ফারুকুজ্জামান ও ব্যাংকের গার্ড আনসার সদস্য জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ফারুকুজ্জামানের স্থানে তৌহিদুর রহমান নামে একজনকে এই শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যাংটির যশোর অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফারুকুজ্জামানকে প্রত্যাহার করে যশোর প্রধান অফিসে সংযুক্ত করা হয়েছে। তাকে সাময়িক বহিস্কারের প্রক্রিয়া চলছে। আনসার সদস্য (গার্ড) জাহাঙ্গীর আলমকে হেড কোয়াটারে সংযুক্ত করা হয়েছে।

সোনালী ব্যাংক মণিরামপুর শাখার নতুন ব্যবস্থাপক তৌহিদুর রহমান বলেন, আগের ব্যবস্থাপককে যশোর প্রধান শাখায় ক্লোজ করা হয়েছে। এখন আমি দায়িত্বে আছি।

বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সোনালী ব্যাংক মণিরামপুর শাখায় রঙিন ছোট স্ট্যান্ডে দায়সারা পতাকা উত্তোলন করা হয়। যেটিকে ঝাড়ুর ভাঙা স্ট্যান্ড মনে করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। কয়েকজন ব্যাংকের লোগোসহ ছবি তুলে নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট দেন। দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ব্যাংকের এই শাখা কর্তৃপক্ষ জাতীয় পতাকার অবমাননা করায় তার বিচারের দাবি তুলে অনেকে মন্তব্য দেন।

এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ, থানার ওসি রফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে দ্রুত স্ট্যান্ড পরিবর্তন করে দায়িত্বরত গার্ড। ঘটনাস্থল থেকে ইউএনও সৈয়দ জাকির হাসান বিষয়টি ব্যাংকের ডিজিএমকে জানান। এরপরপরই শাখা ব্যবস্থাপক ফারুকুজ্জামানের বিরুদ্ধে তৎপর হন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

যদিও ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়, স্ট্যান্ডটি ঝাড়ুর হাতল নয়, ওটা ছিল নিজেদের সুরক্ষায় ব্যবহৃত রঙিন জিআই পাইপ।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর