ঢাকা শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটালের মধ্যে সমঝোতা
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০১-০৪ ০৭:২৯:৫৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও পার্কভিউ হসপিটালের মধ্যে কর্পোরেট সুবিধা সংক্রান্ত এক সমঝোতা স্মারক ব্যাংকের চট্টগ্রাম জোন অফিসে স্বাক্ষরিত হয়েছে।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ ও পার্কভিউ হসপিটালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ এ চুক্তি স্বাক্ষর করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুইঁয়া, মিয়া মো. বরকত উল্লাহ, মো. ইয়াকুব আলী ও মিফতাহ উদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এবং ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ড হোল্ডাররা পার্কভিউ হসপিটালে ডিসকাউন্ট সুবিধা পাবেন।

পাঁচ ব্যাংককে একীভূত করে গড়ে তোলা হবে একটি বৃহৎ ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার আরডিএস কর্মকর্তাদের কর্মশালা
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন