ঢাকা সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
বিএইচবিএফসির বঙ্গবন্ধু প্যাভিলিয়ন উদ্বোধন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-১২-২৯ ০৯:৪০:৫০

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)-এর সদর দপ্তর ভবনে ২৮ মঙ্গলবার প্রতিষ্ঠানটির ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’-এর উদ্বোধন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)-এর সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এ বিষয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন ঘোষণা করেন। কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম-এর সভাপতিত্বে বিএইচবিএফসি প্রশিক্ষণ কেন্দ্রে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানের পর বঙ্গবন্ধু প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়।

আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠানে বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন ও পরিচালক তপন কুমার ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও এফআইডি ও বিএইচবিএফসির ঊর্ধ্বতন নির্বাহী এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুজিব জন্মশতবর্ষ এবং বিজয়ের সুবর্ণজয়ন্তীর বছরে জাতির পিতার স্মৃতি সংরক্ষণাগার ও প্রদর্শনীকেন্দ্র হিসেবে বিএইচবিএফসি সদর দপ্তর ভবনের দোতলায় সুপরিসর ও নান্দনিক বঙ্গবন্ধু প্যাভিলিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হলে আমানতকারীরা সর্ব্বোচ্চ ২ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন
বিএইচবিএফসির শহীদ দিবস পালন
ঋণের দুই শতাংশ পরিশোধে খেলাপি মুক্তি