ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
এসআইবিএল-এর ৪% মুনাফায় চাষীদের মাঝে বিনিয়োগ বিতরণ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-১২-০৬ ১০:৪৭:২২

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সয়াবিন ও মরিচ চাষীদের মাঝে ৪% মুনাফায় বিনিয়োগ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি সুবর্ণচর উপজেলা কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৩৫০ জন চাষীকে এই বিনিয়োগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান প্রধান অতিথি হিসেবে এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, সোশ্যাল ইসলামী ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান সাদাত আহমাদ খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনের প্রধান মো. মনিরুজ্জামান।

সোশ্যাল ইসলামী ব্যাংকের মাইজদি শাখার ম্যানেজার মুহাম্মদ আব্দুস শহিদ স্বাগত বক্তব্য দেন। -বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও পিএইচএ-এর মধ্যে সমঝোতা স্মারক সই
ইসলামী ব্যাংকের ৪ নতুন ডিজিটাল প্রোডাক্ট উদ্বোধন
ইসলামী ব্যাংকের ২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন