ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২০-১২-১৫ ১০:১৪:০২
ছবি : সংগৃহীত

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নাসিরুজ্জামানকে বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান করা হয়েছে। তিনি সোমবার (১৪ ডিসেম্বর) যোগদান করেন।

এর আগে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন তিনি। সচিব হিসেবে দায়িত্ব পালনের পূর্বে নাসিরুজ্জামান বিএডিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার পূর্বে তিনি মাঠ প্রশাসনে শেরপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন পর্যায়ে অর্থ বিভাগ, ইআরডি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

মো. নাসিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতক, নর্দান ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি অব ডারহাম, যুক্তরাজ্যের উলভারহ্যামটন এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার