‘সিটিজেনস ব্যাংক পিএলসি’-কে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে দেশের তফসিলি ব্যাংকের সংখ্যা ৬১টিতে দাঁড়াল।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়, চলতি বছরের ১৫ ডিসেম্বর থেকে ‘সিটিজেনস ব্যাংক পিএলসি’-কে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হলো। এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হলো।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, পেইড আপ ক্যাপিটাল (পরিশোধিত মূলধন) ৫০০ কোটি টাকাসহ প্রয়োজনীয় অন্যান্য শর্ত পূরণ করতে না পারায় বাংলাদেশ ব্যাংকের একাধিক পর্ষদ সভায় সময় বৃদ্ধির আবেদন করেছিল ব্যাংকটি।
প্রয়োজনীয় শর্ত পূরণের পর গত ৪১০তম বোর্ড সভায় সিটিজেনস ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সিটিজেনস ব্যাংক কর্তৃপক্ষকে দেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চিঠি দেয়া হয়। সব শর্ত মেনে ব্যাংকটি কার্যক্রম শুরু করতে পারবে।
দেশের মোট ৬১টি ব্যাংকের মধ্যে সরকারি মালিকানাধীন ব্যাংকের সংখ্যা নয়টি। বেসরকারি ব্যাংক ৪২টি। আর বিদেশি ব্যাংক নয়টি।