ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
সখিপুরে পূবালী ব্যাংকের ৪৮৬তম শাখার উদ্বোধন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-১১-২২ ০৭:৫৭:৩২

আধুনিক ব্যাংকিং সেবা দেয়ার প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধাসহ টাঙ্গাইলের সখিপুরে পূবালী ব্যাংক লিমিটেডের ৪৮৬তম শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম খান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম খান চৌধুরী বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এবং সখিপুরবাসীকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক টাঙ্গাইলের সখিপুরে শাখা উদ্বোধন করেছে। তিনি এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানান। পরিশেষে তিনি ব্যাংকের কার্যক্রমকে সাফল্যমন্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার করে উন্নততর গ্রাহক সেবা প্রদানে পূবালী ব্যাংক অগ্রাধিকার দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় দেশের সর্ববৃহৎ অনলাইন নেটওয়ার্ক সমৃদ্ধ পূবালী ব্যাংকের আধুনিক ব্যাংকিং ধারার সংগে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি এলাকার জনগণকে আহ্বান জানান।

অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মঞ্জুরুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

কুমিল্লার দাউদকান্দিতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ইলিয়টগঞ্জ শাখার উদ্বোধন
যশোরে অগ্রণী ব্যাংকের মেডিক্যাল কলেজ শাখার উদ্বোধন
এনসিসি ব্যাংকের শান্তিনগর শাখা উদ্বোধন