ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
ব্যাংক এশিয়ার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর লোগো উন্মোচন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-১১-১৫ ১১:১৬:৩৯

আগামী ২৭ নভেম্বর ব্যাংক এশিয়া পথচলার ২২ বছর পূর্ণ করতে যাচ্ছে। এ উপলক্ষে আজ ১৪ নভেম্বর জমকালো এক আয়োজনে উন্মোচন করা হয় ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর লোগো।

রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন।

অনুষ্ঠানে পরিচালক এনাম চৌধুরী, রোমানা রউফ চৌধুরী এবং প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী উপস্থিত ছিলেন। অনলাইনের মাধ্যমে যোগ দেন বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, পরিচালক আশরাফুল হক চৌধুরী, হেলাল আহমেদ চৌধুরী, মেজর জেনারেল মোহাম্মদ মতিউর রহমান (অবঃ) ও নাফিস খন্দকার।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর