ঢাকা মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
সিআইপি হলেন ৩৮ অনিবাসী বাংলাদেশি
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২০-১২-১৪ ০৯:১০:২৫
.

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ২০১৮ সালের জন‌্য ৩৮ জন অনিবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী) বা সিআইপি (এনআরবি) নির্বাচিত করেছে।

সোমবার (১৪ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবছর তিন ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়। এগুলো হলো—(ক) বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি, (খ) বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি এবং (গ) বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি।

শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী ক্যাটাগরিতে ১ জন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৩০ জন এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৭ জনকে সিআইপি (এনআরবি) মর্যাদা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপন অনুষ্ঠানে নির্বাচিত সিআইপিদের সম্মাননা ও সিআইপি কার্ড দেওয়া হবে।

উল্লেখ্য, নির্বাচিত সিআইপিরা (এনআরবি) ‘সিআইপি নির্বাচন নীতিমালা’ অনুযায়ী বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

ব্যাংক খাত সংস্কারে ১৭৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ও এডিবি
৩১ মার্চ থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা
বেলা ৩টার পর আড্ডা দিতে কর্মীদের অর্থ প্রদান