ঢাকা বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
কর্মহীন মানুষের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-১০-১৮ ১২:৫৭:১৬

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় মিজবাহুল উলুম মডেল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক খন্দকার শাকিব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০০০ (দুই হাজার) পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মিজবাহুল উলুম মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আকমাল হোসেন রাশেদী, ব্যাংকের মাধবদী শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান এবং চিনিশপুর শাখার ব্যবস্থাপক মীর মো. আবু সুফিয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবস্তায় ১০ কেজি চাল, ১ লিটার তৈল, ১ কেজি ডাল, আদা কেজি লবণ এবং ১ পিস সাবান হিসেবে মোট ২০০০ বস্তা ত্রাণ বিতরণ করা হয়েছে।

ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার আরডিএস কর্মকর্তাদের কর্মশালা
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন
ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জেতার সুযোগ