ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
ডিজিটাল ডাকঘর উদ্যোক্তাদের সম্মাননা দিলো ব্যাংক এশিয়া
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-১০-১৩ ১১:০২:২৭

ডিজিটাল ডাকঘরের উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকিং প্রশিক্ষক হিসেবে তৈরি করছে ব্যাংক এশিয়া। সারাদেশের এমন ১০ জন উদ্যোক্তাকে কাজের স্বীকৃতিস্বরূপ ব্যাংকিং প্রশিক্ষক সম্মাননা প্রদান করা হয়।

গত ১২ অক্টোবর রাজধানীর আগারগাঁওস্থ ডাক ভবনে উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক  মো. সিরাজ উদ্দিন।

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের হেড অফ পোস্ট অফিস ব্যাংকিং কাজী মোরতুজা আলীসহ ব্যাংক এশিয়া ও ডাক অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর