মার্কিন ভিত্তিক কেপিসি গ্রুপের চেয়ারম্যান ডা. কালী প্রদীপ চৌধুরী সোমবার এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং বাংলাদেশে এনআরবি ব্যাংকের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম শুরু করেন। কেপিসি গ্রুপ বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যাল, বায়োটেকনোলজি, শিক্ষা, রিয়েল এস্টেটসহ অসংখ্য ব্যবসায় নিয়োজিত রয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে ডা. চৌধুরীকে স্বাগত জানান। ডা. কালী প্রদীপ চৌধুরীর হাতে ব্যাংক অ্যাকাউন্টের চেক বই ও ডেবিট কার্ড হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহ।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাতাইয়ামা কবির, স্বতন্ত্র পরিচালক মো. আব্দুল জলিল চৌধুরী, উপদেষ্টা মো. মুখতার হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ এসময় উপস্থিত ছিলেন।