ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
সাউথইস্ট ব্যাংক-বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-১০-০৭ ১১:৫১:৪৮

সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৭ অক্টোবর এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

এসময় চুক্তিতে স্বাক্ষর করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ফোরকান হোসেন।

এই চুক্তির আওতায় সাউথইস্ট ব্যাংকের সকল শাখা এবং উপশাখায় গ্রাহকরা অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে ট্যাক্স, ভ্যাট, পাসপোর্ট ফি এবং সরকারি অন্যান্য ফি জমা দিতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর