ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে আবারও ভয়াবহ রূপ নিয়ে এই ভাইরাস। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। মৃতের সংখ্যাও হু হু করে বাড়ছে।
বলা চলে ভয়াবহ রূপ নিচ্ছে করোনার প্রকোপ, টানা দ্বিতীয় দিনের মতো রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। বৃহস্পতিবার প্রথমবারের মতো পৌনে ৫ লাখের বেশি মানুষের দেহে মিলেছে কোভিড নাইনটিন। একদিনে আরও সাড়ে ৬ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।
এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু ১১ লাখ ৪২ হাজারের বেশি; আক্রান্ত প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষ। ভোটের উন্মাদনার মধ্যে, এদিনও সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। প্রায় এক হাজার মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ সাড়ে ২৮ হাজার। ৭১ হাজার নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত ৮৭ লাখের মতো মানুষ।
২৪ ঘণ্টায় প্রায় ৭শ’ মৃত্যু রেকর্ড করেছে ভারত। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ সাড়ে ১৭ হাজার। আক্রান্ত পৌনে ৭৮ লাখ। পাঁচ শতাধিক মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ১ লাখ ৫৬ হাজার ছুঁইছুঁই। মেক্সিকোতে এ সংখ্যা ৮৮ হাজার। এদিন গড়ে ৩/৪শ’ মৃত্যু রেকর্ড করেছে আর্জেন্টিনা, ইরান, রাশিয়া।