ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
মেহেরপুরে ‘ছিনতাইকারীর’ গুলিতে ব্যাংক এজেন্ট নিহত
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৮-২৬ ১১:২৪:০১

মেহেরপুরের গাংনী উপজেলায় সিটি ব্যাংকের এক এজেন্টকে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গাংনীর গাড়াডোব ইউনিয়নের খোকসায় এ ঘটনা ঘটে।

নিহত খাদেমুল ইসলাম (৩৫) মেহেরপুরের জতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

পুলিশ বলছে, হত্যাকারীরা ছিনতাইকারী ছিল। নিহতের কাছ থেকে ৪৬ লাখ টাকা ছিনিয়ে নিতে এ ঘটনা ঘটেছে।

খাদেমুল ইসলামের ছোটভাই ইজাজুর ইসলাম ঝন্টুর বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'খাদেমুল সকালে বাড়ি থেকে ব্যাগে ৪৬ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে গাংনী শহরে ব্যাংকের বুথে যাচ্ছিলেন। গাংনী-গাড়াডোব সড়কের খোকসায় ছিনতাইকারীরা তার পথ আটকায়। তার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।'

'খাদেমুল সাহায্যের জন্য চিৎকার করলে লোকজন ঘটনাস্থলের দিকে আসলে ছিনতাইকারীরা তাকে পেছন থেকে গুলি করে,' যোগ করেন তিনি।

তিনি জানান, স্থানীয়রা খাদেমুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। কুষ্টিয়ার খলিসাকুন্ডি এলাকায় তার মৃত্যু হয়।

ওসি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।'

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
সোশ্যাল ইসলামী ব্যাংকের দুই নতুন উপশাখা উদ্বোধন
প্রিমিয়ার ব্যাংকের পাঁচ নতুন এজেন্ট আউটলেট শুভ উদ্বোধন