ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
ঢাকা ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৮-২৪ ১১:৫৬:৫৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি’২১-জুন’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৩৯ শতাংশ। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি’২১-জুন’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১০ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৭৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির সমন্বিত ইপিএস ০.৩১ টাকা বা ৩৯ শতাংশ বেড়েছে।

এদিকে ব্যাংকটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৭ টাকা। যা আগের অর্থবছর একই সময়ে হয়েছিল ০.১৮ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস ০.২৯ টাকা বা ১৬১ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৯৭ টাকায়।

শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ
প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন পেল রূপালী ব্যাংক
হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করবে আইসিবি