জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, কোরআন তেলাওয়াত, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ, চারারােপণসহ ১৫ আগস্ট থেকে বিভিন্ন কর্মসূচি পালন করবে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থাটি।
শনিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি ঢাকা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আজকে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। কিন্তু ১৯৭৫ এর ১৫ আগস্ট বাঙালির কপালে কলঙ্কের তিলক এঁকে দেয় একদল নরপিশাচ। ওইদিন কালরাতে ঘাতকরা স্বাধীনতার এ মহান মানুষকে হত্যার পাশাপাশি হত্যা করেছে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজনকে। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড বাংলার ইতিহাসে এক কলঙ্ক অধ্যায়ের সৃষ্টি করেছে। বাঙালি জাতির জন্য যা অপূরণীয় ক্ষতি।
তিনি আরও বলেন, শোকাবহ আগস্টে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসায় বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কর্মসূচির মধ্যে রয়েছে, ১৫ আগস্ট সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালাে পতাকা উত্তোলন। সকাল ৯টায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, ওইদিন সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, এরপর বাদ যোহর বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদে কোরান তেলাওয়াত ও দোয়া মাহফিল এবং দুপুরে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ।
১৬ আগস্ট বিকেল ৪টায় অসহায়দের মধ্যে খাদ্য সমগ্রী বিতরণ ও ব্যাংকিং হলে ৩০তলা ভবনে আলোচনা সভার আয়োজন করা হবে।
১৮ আগস্ট শোক দিবস উপলক্ষে রচিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে এবং ৩১ আগস্ট ব্যাংক চত্বর এবং বাংলাদেশ ব্যাংক নিবাসে চারারোপন কর্মসূচি পালন করবে।
মাসব্যাপী এসব কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রধান অতিথি এবং ডেপুটি গভর্নররা বিশেষ অতিথি হিসাবে থাকবেন।
এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। এসব অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন সাপেক্ষে কর্মীদের উপস্থিতি ও সর্বাত্মক অংশগ্রহণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
জাতীয় শোক দিবস উপলক্ষে দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোকে মাসব্যাপী কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের পর্ষদ সভায় জাতীয় শোক দিবস আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা। ১৫ আগস্ট সম্পর্কিত ডিজিটাল ইলেকট্রনিক্স বিলবোর্ড স্থাপন ও চারারোপণ কর্মসূচি পালন করতে বলা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে ভার্চুয়ালি আলোচনা সভা করতে বলা হয়েছে।
শোক দিবস উপলক্ষে ব্যাংকগুলো বাস্তবায়ন করা কর্মসূচি আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানোর পাশাপাশি নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।