ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
মধুমতি ব্যাংকের বরখাস্ত শাখা ম্যানেজারসহ দুজনের বিরুদ্ধে মামলা
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৭-১৮ ১৩:০২:৫৬

পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল অংকের অর্থ আত্মসাতের অভিযোগে মধুমতি ব্যাংকের (ভোলার) চরফ্যাশন শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ১৫ জুলাই সংস্থাটির উপ-পরিচালক দেবব্রত মন্ডল বরিশালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। রোববার (১৮ জুলাই) দুদকের জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে।

মামলার আসামিরা হলেন মধুমতি ব্যাংকের বরখাস্ত ম্যানেজার রেজাউল কবির ও বরখাস্ত অ্যাসিস্ট্যান্ট অফিসার সাহাবুদ্দিন।

গত জানুয়ারিতে ভোলার চরফ্যাশনে মধুমতি ব্যাংকের তৎকালীন ম্যানেজার মো. রেজাউল কবিরের বিরুদ্ধে ওই টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করে ব্যাংক কর্তৃপক্ষ। যদিও সংবাদ সম্মেলনে রেজাউল তা অস্বীকার করেন।

দুদকের মামলার এজাহারে বলা হয়, পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে টাকা আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় রেজাউল শাস্তিযোগ্য অপরাধ করেছেন। রেজাউলকে বরখাস্ত অ্যাসিস্ট্যান্ট অফিসার সাহাবুদ্দিন সহায়তা করেছেন বলে দুদকের কাছে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর