ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
হাউজিং ফাইন্যান্সের নতুন এমডি মোহাম্মদ শামসুল ইসলাম ন্যাশনাল
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৭-১৭ ২১:৫৯:১৪

আগামী তিন বছরের জন্য ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ শামসুল ইসলাম। মোহাম্মদ শামসুল ইসলাম অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে গত ফেব্রুয়ারিতে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডে যোগদান করেন। গত মে মাসে আগের ব্যবস্থাপনা পরিচালক অবসর গ্রহণ করায় কোম্পানির পর্ষদ ইসলামকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করে। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সে যোগদানের আগে তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

শামসুল ইসলামের ব্যাংকিং সেবায় দীর্ঘ প্রায় ৩৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি এবি ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৯ সালে তার কর্মজীবন শুরু করেন। এবি ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হলে আমানতকারীরা সর্ব্বোচ্চ ২ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন
বিএইচবিএফসির শহীদ দিবস পালন
ঋণের দুই শতাংশ পরিশোধে খেলাপি মুক্তি