বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চলতি অর্থবছরের ছয় মাসে (জানুয়ারি-জুন’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪২ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির চলতি অর্থবছরের ছয় মাসে (জানুয়ারি’২১-জুন’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৭২ টাকা। এ হিসেবে ব্যাংকটির মুনাফা ০.৩০ টাকা বা ৪২ শতাংশ বেড়েছে।
এদিকে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের তিন মাসে (এপ্রিল থেকে জুন’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৪১ টাকা। এ হিসেবে ব্যাংকটির মুনাফা ০.৩৮ টাকা বা ৯৩ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.৩৫ টাকায়।